কক্সবাজার প্রতিনিধি:
আজ থেকে কক্সবাজারের রেড জোনে শুরু হয়েছ ১৪ দিনের কড়া লকডাউন।
শুক্রবার (৫ জুন) রাত ১২ টা থেকে ২০ জুন রাত ১২ টা পর্যন্ত চলবে এই লকডাউন।
করোনা সংক্রমণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় প্রশাসন কক্সবাজার শহরকে রেড জোন ঘোষণা করে এই কড়া লকডাউনের আয়োজন করে।
এই সময়ে প্রয়োজনীয় যানবাহন চলাচল, ঔষধের দোকান খোলা থাকবে এবং সপ্তাহে দুই দিন
কাঁচাবাজার খোলা থাকবে।
এছাড়া কোন লোকজন একান্ত জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হতে পারবেনা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে।