সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি,
গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন আরও ২৫ জনের দেহে
করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা
দাঁড়িয়েছে ২৬৭ জনে। আজ শনিবার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ
এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তের মধ্যে জেলার কাশিয়ানী উপজেলায় ৪ জন, গোপালগঞ্জ সদরে ৩ জন, টুঙ্গিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও ওয়ার্ডবয়সহ ৫
জন, কোটালীপাড়ায় ৪ জন এবং মুকসুদপুর উপজেলায় ৯ জন রয়েছেন।
এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৭ জন। এর মধ্যে
গোপালগঞ্জ সদর উপজেলায় রয়েছেন চার চিকিৎসকসহ ৩৯ জন, মুকসুদপুরে
চিকিৎসক ও পুলিশ সহ ৬৭ জন, কাশিয়ানীতে ৬৮ জন, টুঙ্গিপাড়ায় ৪৩ জন
এবং কোটালীপাড়া উপজেলায় রয়েছেন চিকিৎসক-নার্সসহ ৫০ জন।
আক্রান্তদের মধ্যে থেকে মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন ১’শ ২০ জন
এবং বাকি ১’শ ৪৬ জন রোগী নিজ বাড়িতে ও জেলার বিভিন্ন হাসপাতালে
আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। # ০৬.০৬.২০২০