মোঃ সাইফুল্লাহ ; করোনা সংক্রমণ প্রতিরোধে সকলের মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাগুরা শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা, চেকিং, জরিমানা ও মাস্ক প্রদান কর্মকান্ড পরিচালানা করা হচ্ছে। ইতি মধ্যে মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলম মাগুরায় ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছেন। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান অব্যহত রয়েছে। শহরের বিভিন্ন স্থানে যৌথ উদ্যোগে জনসচেতনতা মূলক কর্মকান্ডও পরিচালনা করা হচ্ছে।