মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রামগড়ে পুরাতন কৃষকদেরকে ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ ও প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে রামগড় কৃষি অফিসে প্রশিক্ষণের উদ্বোধন ও উপকরণ বিতরন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রামগড় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রশিক্ষণ শেষে ৯০জন কৃষকদের মাঝে লেবু, মাল্টা ও কমলার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এসময় রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মিজানুর রহমান, রামগড় উপজেলা কৃষি অফিসার নাছির উদ্দিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।