ইব্রাহিম সাকিব, লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ উপজেলা হাসপাতালের এক জন সিনিয়র সেবিকা করোনায় অাক্রান্ত হয়েছে বলে লালমনিরহাট সদর হাসপাতাল সৃএে জানা গেছে।সৃএ জানায়, শনিবার ২৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ওই সেবিকার পজেটিভ পাওয়া গেছে। এসেবিকাসহ মোট করোনা রোগী ২৫ জন চিকিৎসাধীন রয়েছে।