এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জ চুনারুঘাটে সরকারী সিল লাগানো চালসহ একজন কে আটক করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত ১ টায় চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে কাজল মিয়া নামের এক লোকের বাসা থেকে ১৮ বস্তা চালসহ তাকে আটক করা হয়। যার বাজার মূল্য অনুমান ১৫ হাজার ১শত ৮০ টাকা।
সে ওই ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাসা থেকে এসব চাল উদ্ধার করে থাকে আটক করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, দোকানের উপরের তলায় কাজল মিয়ার বাসা। কিছুদিন যাবত ব্যবসায়ি কাজল মিয়া সরকারী চাল বিক্রি করছেন, এরকম খবরে আমরা অভিযান চালালে তার বাসা থেকে ১৮ বস্তা (সরকারী সিল) লাগানোসহ চাল উদ্ধার করে তাকে আটক করা হয়।