অশোক দাশ, (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের বরাদ্দ পত্র বিতরণ করা হয়।
রবিবার ৭ জুন বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে চট্টগ্রাম জেলা পরিষদ’র সদস্য আ ম ম দিলসাদ ও উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এর উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উক্ত অনুদান বিতরণ করা হয়।এসময় উপজেলার বিভিন্ন মসজিদ,মন্দির,বৌদ্ধ বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের মাঝে জেলা পরিষদ’র পক্ষে প্রায় ৪৪ লক্ষ টাকার অনুদানের বরাদ্দপত্র বিতরণ করেন।
অনুদান প্রাপ্ত ২০ টি প্রতিষ্ঠান হচ্ছে- কথাকলি উচ্চ বিদ্যালয়,জাফরনগর অপর্নাচরন উচ্চ বিদ্যালয়, সামনীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জালাল আহমদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুুল, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় শহীদ মিনার, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সোনাইছড়ি ইউনিয়ন ২নং ওয়ার্ড,গফুর শাহ (রাঃ) মাদ্রাসা এতিমখানা, ঢালীপাড়া হাফেজিয়া মাদ্রাসা, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির মুরাদপুুর ইউনিয়র ২নং ওয়ার্ড, মুরাদপুর জামালিয়া দরবার শরীফ,বাড়বকুণ্ড বৌদ্ধবিহার, মীরসরাই ওয়াহেদপুর সোবহানিয়া মসজিদ,খুলশী কলোনি জামে মসজিদ খুলশী,আলী মিয়া চৌধুরী মসজিদ,কুমিরা বায়তুল হাসান মসজিদ, শিতলাবাড়ী মন্দির, পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধবিহার, জয়কালীও রক্ষাকালী মন্দির এবং হাসান গোমাস্তা জামে মসজিদ।
এব্যাপারে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা সীতাকুণ্ড এবং আংশিক মীরসরাইতে করোনা ভাইরাস প্রাদূর্ভাব চলাকালীন সময়ে প্রায় সাতশত পরিবাবের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদ সবসময় বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং নিয়মিত সাহায্য সহযোগীতা দিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।