শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি
করোনায় উপসর্গ নিয়ে সৌদি আরবের জেদ্দায় মারা গেলেন রাউজানের প্রবাসী সরফরাজ খাঁন(৬৮)। ৭জনু রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মৃত্যু বরণ করেন তিনি।সেই রাউজান উপজেলার কাগতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সিরাজুল হক মাষ্টারের তৃতীয় পুত্র। জানা যায়,তিনি জ্বর ও বুকে ব্যথা নিয়ে সৌদিআরবের জেদ্দায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হলে সেখানে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি। তার মুত্যুতে রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।