গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল (পটিয়া) এর অভিযানে মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে( ৮ জুন সোমবার) ইয়াবা সহ ১ মাদক কারবারীকে আটক করেছে।
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে হতে সোমবার সকাল ০৯:০০ টায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম- নাজমুল হাওলাদার(৩৯), সে বরিশাল জেলার,গৌরনদী থানার,ধানডোভা ইউনিয়নের (হাওলাদার বাড়ী),০২নং ওয়ার্ড মৃত আব্দুল হাকিম হাওলাদারের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) সূত্রে জানা যায়,সোমবার সকালে নাজমুল হাওলাদার(৩৯) নামে এক জনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। সে কক্সবাজার হতে ইয়াবা পাচার করে বরিশাল নিয়ে বিক্রি করে থাকে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।