নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় মিনি ট্রাকের চাপায় মাহমুদুল হাসান (১৮) নামে এক অটো চার্জার চালক নিহত হয়েছে।
সোমবার(০৮ জুন) সকালে পত্নীতলা উপজেলার পেজা পাড়া মোড় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে এবং রামেকে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়েছে।
নিহত মাহমুদুল হাসান উপজেলার পানিওড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তী জানান, উপজেলার পেজা পাড়া মোড় এলাকায় একটি অটো চার্জারকে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে অটো চার্জার এর চালক মাহমুদুল হাসান গুরুতর আহত অবস্থায় প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে । মিনি ট্রাকটি পুলিশ হেফাজতে থানায় আটক আছে।