আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি:
গুইমারা উপজেলার তৈকর্মা গ্রামের ফের কুমার কার্বারী পাড়ায় এক যুবকের রহস্যজনক মুত্যু হয়েছে। সোমবার সকালে নিতের লাশ বাড়ীর অদূরে পাওয়া গেছে। একসন্তানের জনক পিলো কুমার ত্রিপুরা(৩০), পিতা- কৃতান্ত ত্রিপুরাকে কে বা কাহারা হত্যা করে তার বাড়ি হতে ৩০০/৪০০ গজ দূরে পাহাড়ের উপরে পায়ে হাটার রাস্তার পাশে ফেলে রাখে। লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে গুইমারা থানায় সংবাদ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় রামগড় সার্কেল ফরহাদ হোসেন ঘটনাস্হল পরিদর্শন করেন। সরেজমিনে গিয়ে দেখাযায় নিহতের মাথার পিছনের অংশে ও বুকের উপরে আঘাতের চিন্হ রয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ ময়না তদন্তের জন্য জেলামর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।