ইব্রাহিম সাকিব, লালমনিরহাট থেকেঃ
গত ২৪ ঘন্টায় করোনায় লালমনিরহাটে নতুন করে ২ জন অাক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। লালমনিরহাট সদর হাসপাতাল সৃএে জানা গেছে লালমনিরহাটের অাদিতমারীতে ১ জন ও হাতীবান্ধা উপজেলায় ১ জন করোনায় অাক্রান্ত হয়েছে। এ জেলায় মোট ৫১ জন করোনা রোগী তার মধ্যে ২৪ জন সুস্হ্য হয়ে বাড়ী ফিরছেন। ২৬ জন চিকিৎসাধীন রয়েছে।