শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের ৫’শ জন হতদরিদ্র পরিবারের মাঝে এম এস কার্ডের আওতায় ২০ কেজি করে ১০ টাকার চাউল বিতরণ করা হয়েছে। ৯জুন মঙ্গলবার সকালে রাউজান পৌর ৯নাম্বার ওয়ার্ডস্থ এম এস কার্ডের আওতায় আওতায় ১০ টাকার চাউল বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তরুন কান্তি চাকমা, রাউজান পৌর আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ,তানভীর চৌধুরী,নাছির উদ্দিন প্রমুখ।