মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ১১ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়।
৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে মানিকছড়ি উপজেলাধীন বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণকে সচেতনতার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ও মোটরসাইকেল চালকদের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে ১৯টি মামলায় সর্বমোট ১১ হাজার ৩শ টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে।