ইব্রাহীম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ভাটা পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। মাদকের নিরাপদ রুট খ্যাত লালমনিরহাটে মাদকের পাচার বৃদ্ধির পাশাপাশি বেড়েছে খুন, ছিনতাইসহ নানান অপরাধ। পাশাপাশি বেড়েছে সড়ক পরিবহনে চাঁদাবাজি। সম্প্রতিক সময়ে অপরাধ তুলনামূলক ভাবে বাড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনে করোনা ভাইরাস আতঙ্কের কারণে চালাতে পারছে না স্বাভাবিক সময়ের মতো অভিযান।
জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও মরণ নেশা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা পাচার বর্তমানে বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। থানা ও গোয়েন্দা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিছু অভিযান চালালেও বেশির ভাগ এলাকায় চলছে না মাদক বিরোধী অভিযান।