গুইমারা খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জেলা মার্মা কল্যান সমিতি উদ্যোগে বুধবার (১০জুন২০২০)সকাল ১১.৩০টায় গুইমারার এলাকায় ৪০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়য়ক সহ-সম্পাদকও জেলা বিএনপির সভাপতি, ওয়াদুদ ভূইয়ার নির্দেশে এবং জেলা মারমা কল্যান সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি,মংসুইথোয়াই চৌধুরীর তত্ত্বাবধানে
গুইমারা উপজেলার বরইতলি,নাক্রাই,ধর্মঘর ও কুকিছড়া এলাকায় এ ত্রাণ বিতরণ হয়েছে।
বিতরণে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি,মোঃ ইউচুপ,ক্যাচিং মারমা দপ্তর সম্পাদক জেলা মার্মা কল্যান সমিতি।
আরো উপস্থিত ছিলেন, থৈঅংপ্রু কার্বারী,উষানু মার্মা,অংক্যচিং মার্মা,অংগ্যজাই মার্মা,ক্যলাচিং মার্মা,রুপায়ন চাকমা প্রমুখ।