সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত র্যাবের ফাঁদে ধরা পড়ে। উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ওয়ানশুটারগান, ৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশী অস্ত্র উদ্ধারসহ ৩ জন ডাকাতকে আটক করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ ইমাম হোসেন (২০), পিতা- আবু তালেব, ইকবাল হোসেন (২৫), এরা উভয়েই বাড়বকুণ্ড মিয়াজী পাড়া এলাকার মৃত নুরুল আলম এর পুত্র, এবং মোস্তফা কামাল (২২), ফকিরহাট এলাকার মৃত খোরশেদ আলমের পুত্র।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন রহমতপুর উত্তর সোনারপাড়স্থ কেওয়াই ষ্টীল মিলস এর পূর্ব পার্শ্বে চট্টগ্রাম-ঢাকামুখী ৫৩নং রেলওয়ে ব্রিজের উপর কতিপয় ডাকাত সদস্য ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৩ ডাকাতকে আটক করা হয়।পরে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের দেহ তল্লাশি করে ৩ টি ওয়ানশুটারগান, ৭ রাউন্ড গুলি। ৩ টি ছোরা, ৩ টি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীসহ তারা স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও হাইওয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কের উপর রাত্রিকালীন বাস ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজিসহ ছিনতাই রাহাজানি করে আসছে।গ্রেপ্তারকৃত আসামীদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২ নং আসামী ইকবাল হোসেনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।