মাহবুবুর রহমান: নোয়াখালীর কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে কাউন্সিলর মো.আনোয়ার হোসেন (৩৯) পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান। এছাড়া তার মৃত্যুতে নোয়াাখালীর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।