মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
২০২০-২১ অর্থবছরের বাজেটে যে ঘাটতি দেখা দেবে তা পূরণের একটি রূপরেখা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উত্থাপনকালে তিনি এ রূপরেখা দেন।
বাজেট বক্তৃতার মন্ত্রী জানান, বাজেটে ঘাটতি দাঁড়াবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৬ দশমিক শূন্য শতাংশ। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে ৮০ হাজার ১৭ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করা হবে।
তিনি জানান, অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সংগৃহীত হবে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে আসবে ২৫ হাজার কোটি টাকা।
এর আগে সংসদ অধিবেশ শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের জন্য মন্ত্রী ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন।