শাহাদাত হোসেন, রাউজানঃ
জ্বর ও শ্বাসকষ্টে রাঙ্গুনিয়ায় সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষক আনোয়ারুল ইসলাম (৫৯)এর মৃত্যুর পর নিজ গ্রামের বাড়ী রাউজান উপজেলার নোয়াপাড়ায় লাশ দাফন করতে নিয়ে গেলে এলাকার লোকাজন ও স্বজনরা লাশ দাফন না করে উল্টো ফেরত পাঠায় রাঙ্গুনিয়ায়।নিজ গ্রামের বাড়ীতে লাশ দাফনে বাধা পেলেও ওই শিক্ষকের লাশ রাঙ্গুনিয়ার পাগলা মামার মাজার প্রাঙ্গনে নিয়ে অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা।এমন পরিস্থিতির খবর পেয়ে গভীর রাতে এগিয়ে আসে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটি নেতৃবৃন্দ।পরে পুলিশ ও গাউছিয়া কমিটি উদ্যোগে লাশ কাফন, দাফন সম্পন্ন করা হয়।জানা যায়,১১ জুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর দাফনের জন্য নিজ গ্রামের বাড়ীতে নিয়ে গেলে স্বজনরা লাশটি দাফনের ব্যবস্থা না করে উল্টো ফেরত পাঠিয়ে দেন।পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন।গত ৯ জুন তিনি নমুনা পরীক্ষা দিলেও এখনো রিপোর্ট আসেনি। তার বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় হলেও তিনি রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে ভাড়া বাসায় থাকতেন।এই প্রসঙ্গে রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল হোসেন জুয়েল জানান, রাউজান থেকে এই শিক্ষকের লাশ ফেরত পাঠানোর খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও গাউছিয়া কমিটির সদস্যদের নিয়ে দাফনের দায়িত্ব নেয়া হয়।এলাকার তরুণদের সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তার লাশটি দাফন করা হয় বৃহস্পতিবার রাতেই।রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের এ শিক্ষকের মৃত্যুর খবরে এলাকায় তার ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।