মোঃসাইফুল্লাহ; মাগুরায় বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকানো অবস্থায় ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা সদর থানার এস আই লায়েকুজ্জামান জানান, আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজরাপুর আবাসন এলাকায় ফরিদপুর গামি একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৪ বোতল ফেন্সিডিলসহ বিশাল (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি চুয়াডাঙ্গা দর্শনার রঙিয়ারপুতা। সে উক্ত গ্রামের মহিদুল ইসলামের পুত্র।
আটক বিশাল নিজেকে মাদক ব্যাবসায়ী স্বীকার করে চুয়াডাঙ্গা হতে ফেন্সিডিল নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো বলে জানায়।
১২ জুন শুক্রবার বিকেলে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো জয়নুল আবেদিন জানান এব্যপারে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে, মামলা নং ২২ তারিখ ১২/৬/২০২০ইং।