শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের সাথে মত বিনিময় করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।১২ জুন শুক্রবার রাউজান উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় করোনাভাইরাস প্রতিরোধে সকল শিক্ষক,পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যের এগিয়ে আসার আহবান জানান এমপি এবি এম ফজলে করিম চৌধুরী।এবং দীর্ঘ দিন করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া স্কুলের শিক্ষার্থীরা তাদের ঘরে বসে লেখাপড়া করছেন কিনা তা শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সহ সদস্যদের তদারকি করার জন্য নির্দেশ দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুসের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মাদ। উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত,শওকত হাসান, চেয়ারম্যা দিদারুল আলম, শফিকুল ইসলাম, আবদুর রহমান, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুর জব্বার সোহেল, নুরুল আবছার বাঁশি প্রমুখ।