ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
ধামইরহাটে বনবিভাগের উদ্যোগে স্ট্রিপ বাগান বনায়নে ১ লাখ গাছ রোপনের উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ববিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির সুফল প্রকল্পের আওতায় ৩০ কিলোমিটার স্ট্রীপ বনায়ন ও অন্যান্য প্রকল্পসহ মোট ১ লাখ গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, মঙ্গলখাল এলাকায় আজকে সুফল প্রকল্পের বনায়ন কার্যক্রম উদ্বোধন করা হলো, বনবিভাগ এ প্রকল্পের আওতায় মহুয়া, নিম, অর্জুন, কদম, গর্জন, জাম, আকাশমনি প্রজাতির মোট ১ লক্ষ গাছ রোপন করবে।
এ সময় উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক, মঙ্গলখালের অন্যতম সদস্য ডেইজী আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।