মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস (কোভিড-১৯) এর ঝুঁকি এড়াতে ঢাকা-বরিশালসহ দক্ষিণ অঞ্চলের ৩৪টি নৌরুটে চলাচলকারি প্রায় ৯৫টি লঞ্চে কেবিনের পাশাপাশি লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলার ডেকে বিশেষ ডবল শিটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ এই শিটে রয়েছে আরামদায়ক ফোম ও বালিশের ব্যবস্থা।
যাত্রীরা জানান, করোনাকালিন লঞ্চে বিশেষ এক শিটের ভাড়া নেয়া হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত এবং সিঙ্গেল কেবিন ১৫০০ টাকা, ডবল কেবিন ২৫০০ টাকা ও ভিআইপি কেবিন ৪০০০ থেকে ৬০০০ টাকা।
লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা কামাল হোসেন জানান, ঢাকা-বরিশালসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন নৌ রুটের প্রত্যেক লঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণ, আলোক সজ্জা, ফ্যান ওয়াটার পাম্প সার্ভিস রেস্তোরা চালানোসহ যাওয়া-আশায় প্রায় ১০ থেকে ১২ ব্যারেল তেল ইঞ্জিনগুলোতে দিতে হয়। তারপর যাত্রীদের নিরাপত্তা জন্য আনসার সদস্যসহ ৪০ থেকে ৫০ জন লঞ্চ স্টাফদের খাবার ও বেতন বহন করেই লাভের মুখ দেখতে হয়।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচারক একেএম আরিফ উদ্দিন জানান, করোনা ঝুঁকি এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যাত্রীদের সকল প্রকার সুরক্ষা দিতে বিআইডাব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির কর্মকর্তাদের সাথে আলোচনা করে দক্ষিণ অঞ্চলের লঞ্চের ডেকে এই বিশেষ শিটের ব্যবস্থা চালু করেছেন তারা। এই শিট ব্যবহার করে যাত্রীরা ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবেন।