নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় জেলার মান্দা উপজেলার ভারশোঁ বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে।
নওগাঁ ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন জানান,ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মহসিন রেজা এএসআই ফেরদৌস আলী, মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি গ্লামার মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।