লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই শাখারএক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ও ব্যাংক কর্তৃপক্ষ সোমবার ১৫ জুন থেকে ৪৮ঘণ্টা জন্য ব্যাংককে লকডাউন ঘোষণা করেছেন।
জানা গেছে, সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার একজন কর্মকর্তা হালকা জ্বর, সর্দি অনুভব করলে গত বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষা শেষে রোববার নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে ওই কর্মকর্তার করোনা শনাক্ত হয়।
এ অবস্থায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ও সোনালী ব্যাংক লিমিটেডের উদ্ধর্তন কতৃর্পক্ষের নির্দেশক্রমে সোমবার থেকে শাখাটি ৪৮ঘণ্টার জন্য লকডাউন ঘোষণা করা হয়।