শুভ তংচংগ্যা:
উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসিন্দা ছৈয়দ হোসনকে থানায় অভিযোগের জের ধরে মৃত ফজলুল হক ছেলে আমিনুল হক, শাখু, মাহবুবুল আলম ও হামিদ তারা দেশিও অস্ত্র, রড ইত্যাদি দিয়ে দিন দুপুরে মৃত আবুল খায়েরের ছেলে ছৈয়দ হোসন, গুরা মিয়া ছেলে মাহমুদুল হক ও নুরুল আমিনকে গুরুতর আহত করে। ঘটনা স্থান থেকে জনতার সহযোতায় উখিয়া হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ হোসনের অবস্থা অবনতি দেখে উখিয়া হাসপাতাল থেকে কক্সবাজারে সদর হাসপাতালে রেপার করেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ আলম কাছে জানতে চাইলে তিনি জানান আমি দ্রুত পুলিশ পাঠিয়েছি এবং ঘটনা স্থানে আমিও যাচ্ছি।
উখিয়া থানার এএসআই ফকরুল জানান, আমি ঘটনা স্থানে গিয়েছিলাম। আসামীদের ধরতে সম্ভব হয় নাই।