চট্টগ্রাম, প্রতিনিধি:
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকে
কর্মী সম্মেলন করলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একাংশের সহ সভাপতি মনছুর আলম পাপ্পী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঙ্গলবার একুশে পত্রিকায় ‘ছিলেন চোর, এখন বোয়ালখালীর বাদশা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মনছুর আলম পাপ্পী। সংবাদ সম্মেলনে দেখা যায়,সাংবাদিকদের চেয়ারে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বসে থাকতে। শুধু তাই নয় যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা হইচই করতে থাকে। এতে সাংবাদিকেরা বিব্রত বোদ করেন। অনেক সিনিয়র সাংবাদিক চলে যেতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক চুরির মামলার বিষয়ে জানতে চাইলে বিব্রত হন মনছুর আলম পাপ্পী। তিনি বলেন, ‘চুরির মামলার বিষয়ে আমি কিছুই জানি না। যদি কেউ আমার অজান্তে চুরির মামলা দিয়ে থাকে, আমি দেখবো। আসলে এ রকম কোন মামলা হয়েছে কিনা আমার জানা নেই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের একাংশের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শামসুল আলম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বেলাল মো. সাইফুদ্দিন, সিজেকেএস কাউন্সিলর রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক কাজী ওসমান খসরু, নগর ছাত্রলীগের সহ সভাপতি সরওয়ার উদ্দিন, বোয়ালখালী পৌরসভা যুবলীগের সহ সভাপতি বায়েজিদ রাজু, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ও সাবেক যুবলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী সহ বিপুল পরিমান যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মী।
সংবাদ সম্মেলন না কর্মী সম্মেলন তা অনেরই প্রশ্ন।