মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট চরারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো লুৎফুল হক (৪৮) ও জহির উদ্দিন (৩৪)। পুলিশ ঘাতক পিকআপ, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। নিহতদের মধ্যে লুৎফুল হক মীরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন। জহির উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। সে বন্ধু চুলা ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মহাসড়কের চরারকুল এলাকায় একটি দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে সিটকে পড়ে ঘটনাস্থলে তারা মারা যায়। ঘাতক পিকআপ ও দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।