1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

সীতাকুণ্ডে যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৫০ বার

অশোক দাশ, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলাউদ্দিন (৩১) নামের এক যু্বকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭জুন সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজ্বী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন একই এলাকার মফিজুর রহমানের পুত্র। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুব অর্ধ গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের ছোট ভাই মোঃ আশ্রাফের সাথে কথা বলে জানা যায়, আলাউদ্দিন তার স্ত্রীর সাথে আলাদা ঘরে বসবাস করতো। তাদের বিয়ে হয়েছে তিন বছর আগে। প্রায় তাদের মধ্যে মনোমালিন্য হতো। চারদিন আগে তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। আজ সকালে ঘরের আশেপাশের থেকে গন্ধ বের হলে লোকজন দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত লাশ। ধারণা করা হচ্ছে আরো তিন থেকে চারদিন আগে সে আত্মহত্যা করে। এরপর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রাশেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে ঝুলন্তবস্থায় লাশটি দেখতে পাই, লাশ থেকে দুঃগন্ধ বের হচ্ছে, সম্ভবত এটি তিন/ চার দিন আগের লাশ। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রীর মধ্যে কোন ধরণের মনোমালিন্য কারণে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ঘটনাস্থলে আমি এসআই মাহবুবকে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম