মোঃ সাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া সরদার পাড়া এলাকায় ইকরাম মল্লিকের বাড়িতে সিঁদ কেটে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
ভুক্তভোগী ইকারাম মোল্যা জানান, মঙ্গলবার রাতে তার বাড়ির বসত ঘরের সিঁদ কেটে এ চুরি সংগঠিত হয়। এসময় তার সারা জীবনের গোছানো অর্থ নগদ ২২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন,ও একটি আংটি চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।
ইকরাম মল্লিক পেশায় একজন রাজমিস্ত্রি । সে ওই গ্রামের মৃত গহের মল্লিকের পুত্র । এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগি পরিবারের লোকজন । চুুুরির আজ ১৭ জুন দুপুরে নাকাল পুলিশ ক্যাম্পের আইসি প্রসেনজিত কুমার মন্ডল জানান- আশরাফ নামে জনৈক এক ভদ্রলোক। মুবাইলে চুরির বিষয়ে আমাদের জানান, আমি তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছি, তারা ফিরে আসলে বিস্তারিত জেনে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।