1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহজালাল বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের ৩১ কর্মী করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের ৩১ কর্মী করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৯৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৩১ নির্মাণকর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন কাজে যোগ দেওয়ার আগে নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্প সংশ্নিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মো. মফিদুর রহমান বলেন, ‘এরই মধ্যে করোনা আক্রান্ত ৩১ কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

বেবিচকের প্রধান প্রকৌশলী মো. আবদুল মালেক জানান, করোনা প্রাদুর্ভাবের মধ্যেই সাস্থ্যবিধি মেনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে চলছে। সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

আবদুল মালেক আরও জানান, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প অন্যতম। প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ টার্মিনালে বিশ্বমানের সব সুবিধা থাকছে।

তৃতীয় র্টামিনালের প্রকল্প পরিচালক মাকসুদুর রহমান জানান, এ পর্যন্ত ৩১ জন র্নিমাণশ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net