সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে মোহাম্মদ আফজাল মিনহাজ সংগ্রাম (৫৫) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় মাধবদী কান্দাইল বাজার থেকে পুলিশ তাকে অাটক করেন।
পুলিশ জানায়, আফজাল সেনা বাহিনীর ট্রাকসুট ব্যবহার করে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে অাসছিলেন। এর ফলে দীর্ঘদিন যাবত মাধবদী ও তার আশপাশ খড়িয়া বাজার, শান্তি বাজার, কামরাঙ্গীর, পুরিন্দা বাজার ও শেখেচর বাজারসহ বিভিন্ন বাজারে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাধবদী কান্দাইল বাজারে তামিম নামে এক মাংস বিক্রেতার কাছ থেকে প্রায় ৪৯ হাজার ৫০০ টাকার মাংস নেয়। বিক্রিত টাকা চাইতে গেলে তা না দিয়ে বরং সেনাবাহিনীর পরিচয়ে বিক্রেতাকে ভয় দেখায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকারও করেন।
জানা যায়, প্রতারক আফজাল মিনাজ সংগ্রাম নাটোর জেলার বড়াইগ্রাম থানার চাঁনদীপুর গ্রামের এরশাদ আলী মণ্ডলের ছেলে। তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনী লেখা সবুজ রংয়ের ফুলহাতা ট্রাকসুট, একটি ফুল ট্রাউজার এবং একটি নীল রংয়ের নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।