1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে করোনায় জনসমাগম করে সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মানববন্ধন : চলছে ব্যাপক সমালোচনার ঝড় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ এর উদ্যোগে বন্যার্ত দেড় শতাধিক মানুষের মাঝে  আর্থিক সহযোগীতা প্রদান বিএনপির রাজনীতির শক্তি জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের প্রথম ‘ইনোভেটিভ গণিত ল্যাব’ স্থাপিত হলো নাপোড়া স্কুলে মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নবীনগরে বিদ্যুৎ গ্রাহকসেবা সম্পর্কিত অবহিতকরণ সভা চট্টগ্রাম মা শিশু হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিক্রি খোলা খাবার,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সচেতনতা বৃদ্ধির পরামর্শ ! শ্রীপুর তুলা উন্নয়ন গবেষণা ও বীজ বর্ধন খামারে প্রকল্পের ১৪ জন কর্মচারীর ভবিষ্যৎ অন্চিত!মানা হয়নি সর্বোচ্চ আদালতের রায়কে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভূমি অফিসের সহকারীর দুর্নীতির ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

লালমনিরহাটে করোনায় জনসমাগম করে সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মানববন্ধন : চলছে ব্যাপক সমালোচনার ঝড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১১৩ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
করোনাকালে নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘক্ষণ শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের রাস্তায় দাঁড় করিয়ে জনসমাগম করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে । এ ঘটনায় লালমনিরহাট জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।
বৃহস্পতিবার ১৮ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মিশন মোড়ে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীর ব্যানারে প্রায় ২শতজন শ্রমিক ও কর্মচারী এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এতে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিক ও কর্মচারীরা জনসমাগম করে অনেকেই অস্বস্তি বোধ করেন।

জানা গেছে, শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা এবং এ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে মানববন্ধনের আয়োজন করে ওই সংগঠন টি । লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে করোনায় জনসমাগম করে সবাই এসে দাঁড় হয়। একে একে শ্রমিক ও কর্মচারীদের দাঁড় করিয়ে দেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি সবুজ আলী, সাধারণ সম্পাদক মিজান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে জনসমাগম করে মানববন্ধন কর্মসূচি শুরু হলে সেখানে শ্রমিক ও কর্মচারীবৃন্দ অস্বস্তি বোধ করেন।

এ সময় কয়েকজন শ্রমিক ও কর্মচারীরা সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার নির্দেশনা দিয়েছেন বাড়িতে থাকার। কিন্তু মানবন্ধনের জন্য আমাদের বাজারে আসতে হয়েছে। মানবন্ধনে অংশগ্রহণ করে অস্বস্তির মধ্যে পড়েছি। কিন্তু আমাদের কোন উপায় নেই।মানববন্ধনকারীরা জানান, সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি সবুজ আলী, সাধারণ সম্পাদক মিজান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমানের ডাকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন । এই করোনার মধ্যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে খারাপ লেগেছে বলে তারা মন্তব্য করেছেন।

এদিকে কারোনাকালে ওই সংগঠনের এমন কান্ডজ্ঞানহীন উদ্যোগে লালমনিরহাট জেলা জুড়ে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম