♦
কেমন আছো
কোথায় আছো কিভাবে আছো
জানিনা, আমি তো- আজ কিছুই জানিনা
শুধু এতটুকু-ই জানি
অন্যের বুকে মাথা রেখে ঘুমাচ্ছো
অন্য কাউকে ভালো রাখার ব্যস্ততায় আছো।
আজ খুব মনে পরে-
রাস্তার সেই আঁকা বাকা পথটিতে কিংবা
মাদ্রাসার সিঁড়ি দিয়ে উপরে উঠার ফাঁকে ফাঁকে
কতবার চোঁখে চোঁখ রেখেছি আমরা-
যাওয়ার পথে বোরাকে বসে করেছি কত খুনসুটি
আরো কত না পাগলামু করতাম আমরা
নীরব চোঁখে হয়েছে আমাদের মনের কথা বিনিময়।
আজ কতদিন আমাদের দেখা নেই-
কে কোথায় আছি কেমন আছি তার কোন খোঁজ ও নেই
একদিন তো কথা না বলেই থাকতে পারতাম না দুজনের এক জনও
আজ কিভাবে থাকি এত নিষ্ঠুরের মত!
আজ কেনো বাড়লো আমাদের দুরত্ব
সময়ের টানে কক্ষচূত্য নক্ষত্রের মত
কে কোথায় ছিটকে পরেছি জানি না।
সময় আমাদের মাঝে
করে চলেছে দুরূহ দূরত্ব রচনা-
সব গেছে জানি- সব
তবুও রয়ে গেছে সেদিনের স্মৃতি গুলি আজও অমলিন!!