এম এইচ সোহেল:
যে যুদ্ধে হেরে বাংলা হল ইংরেজদের শাসন। ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক মীর জাফরের পাতানোর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে বাংলা ১৯১ বছর ব্রিটিশদের গোলাম হয়ে যায়। বাংলা হারাল স্বাধীনতা, হয়ে গেল ব্রিটিশ সাম্রজ্যের অংশ। ব্রিটিশরা শুরু করল শাসন-শোষণ, আর সৃষ্টি করল হিন্দু-মুসলিম বিভেদ। ১৭৫৬ সালে নবাব আলীবর্দি খানের মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দোলা বাংলা-বিহার ও ওড়িষ্যার নবাব নিযুক্ত হোন। সম্পদের লোভে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দিকে নজর দেন,কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কার্যক্রম বাঁধা দিলে নবাবের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধী সৃষ্টি হয়। নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ২৩ জুন ১৭৫৭ সালে পশ্চিম বাংলার নদীয়া জেলার ভারগথি নদীর তীরে পলাশী নামক স্থানে নবাব সিরাজউদোল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ সংগঠিত হয় তা ইতিহাসে পলাশী যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে নবাবের সেনাপতি মীর জাফর তার পুত্রসহ আরো কয়েক জন ষড়যন্ত্র করে নবাবকে হারিয়ে দেয় এবং নবাব ও তার পরিবারকে হত্যা করে। অথচ নবাবের সৈন্য ছিল ৫০ হাজার ও ৫১টি কামান আর রবার্ট ক্লাইভের সৈন্য ছিল মাত্র তিন হাজার ও ৯টি কামান। মীর জাফর ইংরেজদের সাথে গোপনে চুক্তি করে, নবাবকে হারিয়ে দিলে মীর জাফরকে নবাব করা হবে। মীর জাফর নবাবের সামনে কুরআন বুকে নিয়ে শপথ করে ছিল, জীবনের শেষ রক্ত দিয়ে হলেও নবাবের পাশে থাকবে। বিশ্বাসঘাতক মীর জাফরকে ইতিহাস ক্ষমা করেনি। তাকে ইংরেজরা পতুল নবাব বানান এবং তার জামাতা মীর কাসিম তাকে সরিয়ে নবাব হন। মীর জাফর ৭৪ বছর বয়সে কৌষট্য রোগে আক্রান্ত হয়ে মারা যান। মীর জাফরের নামটি ইতিহাসে বিশ্বাসঘাতক হিসাবে লিপিবদ্ধ হয়।