♦
নেইকো শান্তির সুবাতাস
চারিদিক রুদ্ধ,
অশান্তির অনলে পৃথিবীর
চারপাশে যুদ্ধ।
কোথাও নেই তো মুক্তির
চিরসুখ গন্ধ,
জীর্ণশীর্ণ এই পৃথিবীটাই
নীথর স্তব্ধ।
ধোঁয়াশার আবরণ পড়ে
হল সব বন্ধ,
মানুষে মানুষে প্রতিক্ষণ
সংঘাত দ্বন্দ্ব।
চারদিকে রক্ত হাহাকার,
জ্বলে দাবানল,
পুরো বিশ্বই যেন আজ
বন্দি যাঁতাকল।
আজ মুছে যাক সকলের
হিংসা ও বিদ্বেষ,
স্বপ্নীল ধরণীর বুক থেকে
ঘুচে যাক যত ক্লেশ।