মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
কভিড -১৯ মহামারিতে আক্রান্ত পুরো দেশ। তবে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে প্রাণের শহর চট্টগ্রাম। এই অবস্থায় দিন দিন প্রকট হচ্ছে চিকিৎসা সরঞ্জামাদির সংকট। হাসপাতাল গুলো হিমশিম খাচ্ছে সেই চাপ সামাল দিতে। এই মুহূর্তে সবচেয়ে দরকারি জিনিসটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। হাসপাতাল গুলোতে পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগী অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে। জরুরি এই অবস্থায় চট্টগ্রামের মানুষকে সেবা দিতে এগিয়ে এসেছে সাবেক ছাত্রলীগ নেতা ইসরাফিল মাহমুদ তানজিম।
তিনি বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর ২৮ নাম্বার ওয়ার্ডে আক্রান্ত রুগীদের প্রাথমিকভাবে ২ টি সিলিন্ডার দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।
ক্রমান্বয়ে চাহিদা অনুযায়ী আরো বড় পরিসরে সেবা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তানজিল।
এনায়েত বাজার মার্সেন্ট এসোসিয়েশনের সদস্য জিয়া সোহেলের সাথে কথা হলে তিনি জানান, বৈশ্বিক মহামারিতে চলমান সৃষ্ট সংকটে চট্টগ্রাম নগরী খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সেবা মিলছে না। করোনায় আক্রন্ত রুগীরা একটু স্বাস নেয়ার জন্য কতনা আকুতি মিনতি করছে তা বলা বাহুল্য। এই অবস্থায় আমাদের সাবেক ছাত্রলীগ নেতা ইসরাফিল মাহমুদ তানজিল অক্সিজেন সরবরাহের যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রসংশার দাবিদার। এভাবে সমাজে বিত্তবানরাও যদি এগিয়ে আসে কিছুটা হলেও হ্রাস পাবে মনে করছি অক্সিজেন সংকটে পড়ে মারা যাওয়ার মৃত্যুহার।