আবদুল আলী গুইমারা,(খাগড়াছড়ি) ঃ প্রানঘাতি করোনা ভাইরাসের (কোবিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। পাহাড়ের কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গার সীমান্তবর্তী বড়নাল ইউনিয়ন পরিষদ।
শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙার বড়নাল ইউনিয়ন পরিষদ মাঠে ১৬ ও ১৭তম ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর ও বড়নাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসগর হোসেন, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া ও ইউপি সচিব তপন বিকাশ ত্রিপুরা ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌছে দিতে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবরের নেতৃত্বে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাটিরাঙা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর ও বড়নাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসগর হোসেন বলেন, করোনা ভাইরাস প্রানঘাতি রূপ ধারন করেছে। সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায়ও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।