1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যার পদধ্বনি, বাড়ছে নদ-নদীর পানি সময়োচিত পদক্ষেপ নিতে হবে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার

বন্যার পদধ্বনি, বাড়ছে নদ-নদীর পানি সময়োচিত পদক্ষেপ নিতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ১৭৬ বার

অলিদ সিদ্দিকী তালুকদার ঃ
দেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে মৌসুমি ফসল, সবজিখেত ও বীজতলা। গাইবান্ধার কিছু কিছু এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। এ দিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সিলেটের অনেক এলাকা প্লাবিত হয়েছে। জেলা সদরের সাথে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে আগামী মাসের প্রথম সপ্তাহে বন্যা বিস্তৃত হতে পারে। উত্তরাঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে তার অবনতি হতে পারে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর চরাঞ্চলে বন্যা দেয়া দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী ১০ দিন বাড়তে পারে। শনিবারের মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে এবং আজ ও আগামীকালের মধ্যে যমুনা নদীর পানি গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদ, সিরাজগঞ্জের কাজীপুর, বগুড়া জেলার সারিয়াকান্দিতে; টাঙ্গাইলের এলাসিনে বিপদসীমা অতিক্রম করার শতভাগ আশঙ্কা রয়েছে। এর ফলে এসব জেলায় (অন্তত ৫ থেকে ৭ দিন) বন্যা হতে পারে। তিস্তার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। চরাঞ্চলে ১০ হাজার পরিবার ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। লালমনিরহাটের চার উপজেলায় দেখা দিয়েছে বন্যা। প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করোতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন ফসলের খেত পানিতে তলিয়ে গেছে। অপর দিকে চরাঞ্চলের নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ঘরবাড়িতেও পানি উঠতে শুরু করেছে।

এ ছাড়াও, মঙ্গলবার থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত এলাকা সিলেটের গোয়াইনঘাটের অনেক স্থান প্লাবিত হয়েছে। ঢলের পানি জাফলং এলাকার পিয়াইন ও ডাউকি নদী দিয়ে এলাকায় ঢুকছে। এতে অনেক গ্রাম বন্যাকবলিত হয়।
আগামী কয়েক দিন দেশের সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে এবং সেটি মাথায় রেখেই সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এমনিতেই করোনাভাইরাসজনিত মহামারীর কারণে জনজীবন বিপর্যস্ত। করোনা পরিস্থিতি সামাল দিতে প্রশাসন হিমশিম খাচ্ছে। এর মধ্যে বন্যার ছোবল আরেকটি গুরুতর আঘাত হতে পারে। সে জন্য দরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সুচিন্তিত ও সমন্বিত কার্যক্রম। এই সময় ফসলহানি থেকে কৃষককে রক্ষা করা, জনদুর্ভোগ লাঘব, পানিবন্দী মানুষের কাছে প্রয়োজনীয় খাবার পানি, শুকনো খাবার ইত্যাদি পৌঁছানো জরুরি। আগে থেকে প্রস্তুতি নেয়া থাকলে প্রয়োজনের সময় তা বিলিবণ্টন করা সহজ হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট -| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম