নাঙ্গলকোটে রবিবার থানা পুলিশের ৭ জন সহ ১৭ জনের করোনা পv. জিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৩ জন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রীসহ ৪ জন সুস্থ। মোট সুস্থ ৬৯। এর আগে গত ২২ জুন সোমবার থানা পুলিশের ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে থানা পুলিশের মোট আক্রান্ত ১৯ জন। এছাড়া, নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আরো দুই জন আক্রান্ত হলেন। এ নিয়ে পল্লী বিদ্যুতের ডিজিএমসহ মোট আক্রান্ত ৫ জন। অন্যদিকে করোনা উপসর্গে নিহত নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রফিকুল ইসলামের (ভান্ডারী) পরিবারের ৩ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়।
থানা পুলিশের আক্রান্তরা হলেন, সেলিনা আক্তার (৪৬), মালেক (৪০), সাইফুল্লা (৪৫), রাসেল আহম্মেদ (২৫), শাহাবুদ্দিন (৪১), সাইফুর রহমান (৪২), আবুদল করিম (৫৬), প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা হলেন, জাহাঙ্গীর (৩৩), শাহিনুর আক্তার (২২), আনোয়ারা বেগম (৬০)। পল্লী বিদ্যুতের আক্রান্তরা হলেন, গোলাম রসুল (৩৮), সাইফুল ইসলাম (২৮), উপজেলা ভুমি অফিসের প্রিয়াংকা সরকার (৩০), পৌরসভার হরিপুর গ্রামের একজন। আদ্রা উত্তর ইউনিয়নের মগুয়া গ্রামের আহসান উল্লাহ (৭৫), মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের বিল্লাল হোসেন (৪১) ও বালিয়াপুর গ্রামের আলী হায়দার (৪০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বিষয়টি নিশ্চিত করেন।