ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩৬ জন এবং এপর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ২৭ টি পজেটিভ এবং ৬৬টি নেগেটিভ। অর্থাৎ নতুন ২৭ জনসহ মোট আক্রান্তর সংখ্যা হলো ২৩৬ জন। নতুন আক্রান্তরা হলেন, সদর উপজেলার রাজধানপুর,দক্ষিণ কাঞ্চনপুর,গীতাঞ্জলি সড়ক, আদর্শ পাড়া,নলডাঙ্গা,ছোট কামারকুন্ডু,পুলিশ লাইন ,আদর্শ পাড়া, চর দামুরদিয়াএলাকাসহ মোট ৯ জন। কালীগঞ্জ উপজেলার হেলাই ,নলডাঙ্গা,ফয়লা, কলেজ রোড, নলডাঙ্গা,আলীগঞ্জ,রঘুনাথপুর, বাঘেরগাছি ,বারইপাড়া,আড়পাড়া,ফয়লা, দৌলতপুর,হেলাই এলাকাসহ মোট ১৪ জন।
শৈলকুপা উপজেলায় খুদার গ্রাম ও হুদা কুশবাড়িয়ায় মোট ২ জন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে ১ জন এবং হরিণাকুন্ডু ফায়ার স্টেশনে ১ জন।