মোঃ সাইফুল্লাহঃ মাগুরা সদরের আসবা দক্ষিণপাড়া মৎস্যচাষীদের মধ্যে ২টি ইজিবাইক ও প্রকল্পের ২ লক্ষ ৩৮ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে । ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা চত্বরে ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগামের অধীনে এআইএফ-টু ফান্ডের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ইজিবাইক ও চেক বিতরণ করা হয় ।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আশিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ ,সম্প্রসারণ কর্মকর্তা এম এম প্রিয়াংকা ফেরদৌস ,ক্ষেত্র সহকারীসহ ,সিআইজি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগামের অধীনে জেলার মৎস্যচাষীদের প্রশিক্ষণ,প্রনোদনা,প্রদর্শনী স্থাপন,পরামর্শ প্রদান ও নানাবিধ কার্যক্রমের মাধ্যমে মৎস্য চাষীদের মাছ চাষে উদ্ধুদ্ধ করে তুলতে অগ্রনী ভূমিকা পালন করছে । অর্থাৎ এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি ও চাষীদের সরাসরি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা ।