জামাল উদ্দিন স্বপনঃ
মন্ত্রী হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামাল লোটাস এলাকায় আসেননা, উনার পিএস রতন বাবু-ই নাঙ্গকোট দেখভালকরে,উপজেলা চেয়ারম্যান শামছু উদ্দীন মানুষের সাথ দেখা করেননা মেয়র ওসি হোমকোরানটআইনে ইউএনও আইসোলেশনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / হাসপাতাল লকডাউনে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বররা আছেন আতংকে।
আইণ শৃখলার চরম অবনতি। দেখার কেউ নেই।এদিকে ধর্ষন,খুন,চুরি ছিনতাইয়ের উৎসব চলছে।মশার উৎপাত,কুকুরের উপদ্রব,অতীষ্ঠ জনজীবন। করোনার আতংক ঘরবন্দি মানুষের খাবার সংকটও তীব্র।