কে এম ইউসুফ : দক্ষিন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালাদা নদীতে অভিযান চালিয়েছে আজ হাটহাজারী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ ৩ হাজার মিটার জাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।
ইউএনও জানান- হালদা নদীতে মা মাছ, জীব বৈচিত্র রক্ষায় এবং ডলফিন এর অভয়ারণ্য সৃষ্টির লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ এটি। হালদা নদীর সত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে চোরা মাছ শিকারীদের ধরতে অভিযান পরিচালনাকালে প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়। তবে নদীতে এই জাল ফেলেছে’ এমন কাউকে আটক করা সম্ভব হয়নি।