কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৪ জুলাই শনিবার র্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় রোহিঙ্গা মাদক ব্যবসায়ী টেকনাফের হাতিয়ার ঘোনা মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ এর ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল শুক্রবার রাত সোয়া আটটার সময় উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দাওয়া করে ইয়াবা কারবারিকে ধরা হয়।
আটক রোহিঙ্গা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প নং-২ এর ডাব্লিউ ডি-৫ ব্লক সাব ব্লক-ডি এর মৃত জলিলের পুত্র নুরুল আমিন(২৮)।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে রোহিঙ্গা নুরুল আমিনের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চল্লিশ টাকা।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।