নীলিমা শামীমঃ
নেই কোনো বসন্ত নেই হেমন্ত
তবুও ফুটেছে ফুল,
চম্পা-চামেলী, কদম-বকুল
দেখছিনাতো ভুল!!
বাসন্তী সাজে সেজে আছে ওই
হতবম্ব হলাম চাহিয়া,
কেগো উনি বাসন্তীকা রুপে
আকর্ষণীয় রুপ সাজিয়া?
বসন্ত নেই জানি আষাঢ়ি
তব অঙ্গখানি সুধে
আলতা রঙে অসাধারণ
যেন সফেদ, আখি মুদে—-
হরেক রঙে সেজে প্রকৃতি
ফুটেছে ফুল পাপিয়া
হরেক রঙে গোলাপ সাজ
ভ্রমরের মন উছেলিয়া৷
গুঞ্জনে মুখর পতঙ মৌ
প্রজাপতি উছালায়
তাদের গুঞ্জরনে এইক্ষনে
ঘরে থাকা ভীষণ দায়!
বেলকনি মুখামুখি
শুধু রই দেখে,
ভালোবেসে ফেলেছি
আদৌ কি তাহাকে