মোঃসাইফুল্লাহঃ শ্রমঘন বিড়ি শিল্প রক্ষার্থে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে বিড়ির উপর ধার্যকৃত সম্পূর্ন মূল্য স্তর প্রত্যাহারের দাবিতে লিখিত বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মনোজিত কুমার। মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি প্রেরণ করেন বলে জানা গেছে।
তিনি তাঁর লিখিত বক্তব্যে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়ি শিল্পকে শুল্ক মুক্ত ঘোষনা করেছিলেন। কিন্তু ক্রমাগত শুল্ক বৃদ্ধির কারনে এ শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে বিড়ির মূল্য স্তর ১৪ থেকে ১৮ টাকা করা হয়েছে, যা শ্রমঘন বিড়ি শিল্পের অস্তিত্বেও হুমকি স্বরুপ।
উল্লেখ্য, পূর্বেই অতিরিক্ত শুল্ক বৃদ্ধির কারনে নকল বিড়ি ও ব্যান্ডরোল বিহীন কম দামি বিড়িতে মাগুরার হাট বাজারসহ সর্বত্র সয়লাব হয়ে গেছে।যার কারনে প্রতিষ্ঠিত কোম্পানী সমূহের বিক্রয় কমে যাওয়ায় বিড়ি উৎপাদন ও কমে গেছে (প্রায়ই ফ্যাক্টরিতে বর্তমানে সপ্তাহে ২/১ দিন কাজ করানো হয়, অন্য দিনগুলোতে ফ্যাক্টরি বন্ধ থাকে)। বর্তমান করোনা পরিস্থিতিতে এ অবস্থা আরো ভয়াবহ হয়েছে।
এমতাবস্থায় করোনা পরিস্থিতি, নকল বিড়ি প্রতিরোধে, বিড়ি শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশীয় শিল্প সু-রক্ষার স্বার্থে ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিড়ির উপর প্রতি প্যাকেটে অতিরিক্ত ধার্যকৃত মূল্য স্তর ৪ টাকা প্রত্যাহার করে পূর্বের অবস্থায় ১৪ টাকা রাখার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যের অনুলিপি অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ