1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ডাকাত আটক, অস্ত্র ও লুণ্ঠিত গরু উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

ঈদগাঁহতে ডাকাত আটক, অস্ত্র ও লুণ্ঠিত গরু উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ১৭৭ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
কক্সবাজার সদরের ঈদগাঁহ কালির ছড়া থেকে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

এ সময় দেশীয় তৈরী একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, তিনটি বড় কিরিচ, একটি বড় ছোরা, একটি লোহার রড উদ্ধার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সদরের ভারুয়াখালী থেকে বুধবার ভোর রাতে ৫ টি গরু উদ্ধার করা হয়।

আটককৃত হল চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ১নং ওয়ার্ডের ইদমনি গ্রামের কামাল হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন (২৬), মৃত ছৈয়দ নুরের ছেলে নন্না মিয়া (৪৫)।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, আটককৃতরা সঙ্গবদ্ধ গরু ডাকাতিতে প্রত্যক্ষ ভাবে জড়িত।তারা প্রতিনিয়ত গভীর রাতে বিভিন্ন এলাকায় হানা দিয়ে গৃহস্থের গরু-মহিষ লুট করে নিয়ে যায়।

তারই ধারবাহিকতায় গত ৫ জুলাই দিবাগত রাতে ঈদগাঁও চাঁন্দের ঘোনা এলাকা থেকে ৫ টি গরু ডাকাতি হয়।
ঘটনার পরদিন থেকে পুলিশ বিভিন্ন স্থানে উৎপেতে থাকে এবং নজরদারি বাড়ায়। অনুরূপ ভাবে পরদিন রাত দেড়টার দিকে আটককৃতরা সহ আরো ৭/৮ জন ডাকাত গরু ডাকাতি করার উদ্দেশ্যে কালিরছড়া এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এস. আই ফরিদ উদ্দীন, এএসআই মহি উদ্দীনসহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মুল হোতা রিয়াজ ও নন্না মিয়াকে ধৃত করতে সক্ষম হয় পুলিশ।

পরে তাদের কাছ থেকে উল্লেখিত অস্ত্র এবং স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত গরু গুলো ভারুয়াখালী এলাকা থেকে উদ্ধার করে।

ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, গরু ডাকাতদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় গরু ডাকাতি বন্ধ করা হবে।
আটককৃতদের কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে এসেছে। তথ্যের উপর ভিত্তি করে অপরাপর গরু ডাকাতদের ধরতে পুলিশ নানান কৌশল হাতে নিয়েছে।
তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম