কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে তিন লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং বালুখালী (তুলাতলি) সংলগ্ন ব্রিজ এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় পাচারকারীদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া সহকাী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ ইলিয়াছের পুত্র মোঃ শফিক (২৫) ও বালুখালী এলাকার মোঃ কাশেমের পুত্র আবদুল করিম (২২)।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া সহকাী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পাচারকারীরা একটি ইয়াবার বড় চালান পাচার করছে- এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযানে তিন লাখ পিচ ইয়াবাসহ দুইজন পাচাকারীকে আটক করা হয়। পাটের বস্তা ভরে ইয়াবাগুলো পাচার করছিলো তারা। তবে আরো তিনজন পাচারকারী পালিয়ে গেছে।
আটককৃত পাচারকারীরা স্বীকার করেছে তারা এই পয়েন্ট দিয়ে দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচার করে আসছিলো।
আটক পাচাকারী ও ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।